রহমত নিউজ 28 July, 2025 08:14 PM
দলের ২০২৪ সালের আয়-ব্যয় ও উদ্বৃত্তের হিসাব নিয়ে অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে অডিট রিপোর্ট জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন।
অডিট রিপোর্ট জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জাতি প্রত্যাশা করছে । বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অন্যায় আদেশ বাস্তবায়ন করে নির্বাচন কমিশন অতীতে নির্বাচনকে বিতর্কিত করেছে। দীর্ঘদিন যাবৎ ভোটারদের ভোট না দিতে পারার যে ক্ষোভ তাবর্তমান নির্বাচন কমিশন তা নিরসন করবে এটাই দেশবাসীর প্রত্যাশা।
ভোটারদের নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দেয়ার পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ নির্বাচন কমিশনকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।